বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পটুয়াখালীর গলাচিপায় ভোলার লাঠিয়ালদের হামলায় একজন নিহত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১:১৭ পিএম

পটুয়াখালীর গলাচিপায় ধান কাটা নিয়ে লাঠিয়ালদের হামলায় আহত কাশেম মৃধা (৪৫) নামে এক কৃষকের মত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মত্যু হয়।
এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর ওহাব গ্রামে জোর করে ধান কাটাতে আসে ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের আলমগীর ডাক্তার ও রব মাঝির নেতৃত্বে ৩০/৩৫ জন লাঠিয়াল। এসময় গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের কৃষক কাশেম মৃধা তার লোকজন নিয়ে বাধাঁ দিলে ভোলার লাঠিয়ালদের হামলায় কাশেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২), সালমান মৃধা (২৮)সহ ২৫জন আহত হয়। গুরতর আহত কাশেম মৃধা ও সবুজ মৃধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে কাশেম মৃধার মত্যু হয়। নিহত কাশেম মৃধা উপজেলার চরবিশ্বাস গ্রামর আজাহার মৃধার ছেলে। গুরুতর আহত বাবুল হাওলাদারকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ও সালমান মৃধাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমনির হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মৌখিকভাবে তারা ঘটনাটি শুনেছেন তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করেননি।লিখিত অভিযোগ ফলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোঃ নাজমুল হক ২২ অক্টোবর, ২০২০, ১১:৪৮ পিএম says : 0
আলমগীর ডাক্তার ও রব মাঝির এই দুই জনের ফাঁসি চাই
Total Reply(0)
মোঃ নাজমুল হক ২২ অক্টোবর, ২০২০, ১১:৪৯ পিএম says : 0
আলমগীর ডাক্তার ও রব মাঝির এই দুই জনের ফাঁসি চাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন