বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ৩:১৮ পিএম

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে নৌকা ডুবে ১৫ অভিবাসনপ্রত্যাশীর প্রানহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে চরম ঝুঁকি নিয়ে রওনা দেয়া লোকদের ক্ষেত্রে এটি সর্বশেষ মর্মান্তিক ঘটনা। বার্তা সংস্থা এএফপির মাধ্যমে এ খবরে প্রকাশ হয়েছে।
অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) লিবিয়া প্রধান টুইটার বার্তায় লিখেছেন, ‘মাছশিকারীদের সহযোগিতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচজনের ভাষ্য অনুযায়ী গতকাল বুধবার লিবিয়ার সাব্রাথা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ আইওএমের লিবিয়া শাখার ফেদারিকো সোদা আরো বলেন, ‘গত রাতে কোস্ট গার্ড আরো ৭০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটকিয়ে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।’
ভূমধ্যসাগর হয়ে চরম ঝুঁকি নিয়ে ইউরোপের কোন দেশে চলে যাওয়ার চেষ্টা চালানো অভিবাসন প্রত্যাশীদের কাছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। আইওএম’র তথ্য অনুযায়ী, লিবিয়ার কোস্ট গার্ডরা চলতি বছরের এ পর্যন্ত প্রায় ১০ হাজার অভিবাসন প্রত্যাশীকে সাগরে আটকে রেখে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন