বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদীর দ্বিতীয় নারী রাষ্ট্রদূত হলেন আমাল ইয়াহহিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ৪:৩৪ পিএম

প্রিন্সেস রিমা বিনতে বন্দরের পরে সউদী আরবের দ্বিতীয় নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন আমাল ইয়াহহিয়া আল-মোয়াল্লিমি। তাকে নরওয়েতে সউদী দূতাবাসের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

এর আগে সউদীর প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্সেস রিমা বিনতে বন্দর। তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত বছর নিয়োগ দেয়া হয়েছিল। মঙ্গলবার অনলাইনে শপথ গ্রহণ করেন আল-মোয়াল্লিমি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে তাকে শপথ পড়ান বাদশাহ সালমান।

তিনি পাঁচ বছর শিক্ষকতা করেছেন এবং এক বছর শিক্ষা প্রশিক্ষণ বিভাগে কাজ করেছেন। এছাড়াও ২০১৯ সাল থেকে সউদী মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা ও সংস্থার মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন আমাল ইয়াহিয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন