বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিনেমা হল খুললেও দর্শকের সাড়া নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর সিনেমা হলগুলো খুলেছে। অর্ধেক আসন খালি রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গত ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে হল খুললেও নতুন সিনেমা এবং দর্শক সংকটে পড়ে লোকসানের মুখোমুখি হয়েছে হল মালিকরা। রাজধানীতে খোলা নয়টি সিনেমা হলের সবগুলোই দর্শক খড়ায় ভুগছে। হল মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দর্শক এখনও সিনেমা দেখতে আসছে না। অনেকেই প্রেক্ষাগৃহের সামনে দিয়ে যাচ্ছেন, কিন্তু ভেতরে প্রবেশ করছেন না। এর অন্যতম কারণ মানসম্পন্ন নতুন সিনেমা মুক্তি না পাওয়া। অধিকাংশ সিনেমা হল পুরনো সিনেমা দিয়ে খোলা হয়েছে। তবে নতুন সিনেমা মুক্তি না পেলে দর্শক হলমুখী হবে না। হল মালিকরা জানান, দীর্ঘ সাত মাস প্রেক্ষাগৃহ বন্ধ থাকার ফলে এমনিতেই অনেক ক্ষতি হয়েছে। ধারণা করেছিলাম, করোনার কারণে ঘরবন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে দর্শক হলমুখী হবে। তা হচ্ছে না। অনেকে করোনার ভয়ে আসছে না, আবার মানসম্পন্ন সিনেমা মুক্তি না পাওয়ায় আসছে না। আশা করছি, কিছুদিনের মধ্যে নতুন সিনেমা মুক্তি পেলে দর্শকও হলমুখী হবে। এছাড়া যেসব হল এখনো বন্ধ রয়েছে, নতুন সিনেমা মুক্তি পেলে খোলা হবে। নতুন সিনেমা মুক্তি না পেলে হয়তো তারা হল খুলবে না। এমনকি এসব হল চিরতরে বন্ধও হয়ে যেতে পারে। করোনা পরবর্তী সময়ে হল মালিকরা বিগ বাজেটের ভালো এবং মানসম্মত সিনেমার জন্যই অপেক্ষা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন