শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ট্র্যাকে থম্পসন, পুলে ব্লুম

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : হ্যাটট্রিক শিরোপা জিততে পারলেন না শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। দুই বারের চ্যাম্পিয়ন জ্যামাইকার এই তারকা স্প্রিন্টারকে হারিয়ে রিও অলিম্পিকে দ্রæততম মানবী হয়েছেন তারই স্বদেশি এলেইন থম্পসন। গতকাল সকালে ২৪ বছর বয়সী থম্পসন সময় নেন ১০.৭১ সেকেন্ড। শুরুতে এগিয়ে থাকা ফ্রেজার-প্রাইস ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়। যুক্তরাষ্ট্রের টরি বোয়ি ১০.৮৩ সেকেন্ড সময় নিয়ে পান রৌপ্য পদক। প্রথম হয়ে নিজেই অবাক থম্পসন, ‘আমি যখন শেষ করলাম এবং আশেপাশে তাকিয়ে দেখলাম আমি বিজয়ী তখন বুঝতে পারছিলাম না কিভাবে উদযাপন করবো।’ ফ্রেজার-প্রাইস সাংবাদিকদের জানান, ১০০ মিটারের পদক জ্যামাইকাতেই থাকছে দেখে তিনি সবচেয়ে খুশি। ১০০ মিটারে সোনা আর ব্রোঞ্জ রিও অলিম্পিকে জ্যামাইকার প্রথম পদক।
একই দিন পুলের দ্রæততম মানবীর দেখাও পেয়েছে রিও অলিম্পিক। ফেভারিটদের পেছনে ফেলে ৫০ মিটার ফ্রিস্টাইলের স্বর্ণ জিতেছেন ডেনমার্কের পেনিল বøুম। রিও অলিম্পিকে পুলের দ্রæততম মানবী হতে বøুম সময় নিয়েছেন ২৪.০৭ সেকেন্ড। দেশকে ১৯৪৮ সালের পর প্রথম সাঁতার থেকে সোনার পদক জিতিয়েছেন তিনি। ১০০ মিটার ফ্রিস্টাইলে কানাডার পেনি ওলেকজিয়াকের সঙ্গে যৌথভাবে স্বর্ণ জেতা যুক্তরাষ্ট্রের সিমোন ম্যানুয়েল এক সেকেন্ডের ১০০ ভাগের দুই ভাগ পেছনে থেকে পেয়েছেন রুপা। বেলারুশের আলিয়াক্সান্দ্রা হেরাসিমেনিয়া পেয়েছেন ব্রোঞ্জ। ২০১২ সালের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের রানোমি ক্রোমোভিজোয়ো এবার হয়েছেন ষষ্ঠ। লন্ডনে গড়া তার অলিম্পিক রেকর্ড ০.০২ সেকেন্ড কম নিয়ে ভেঙেছেন বøুম। অস্ট্রেলিয়ার ক্যাম্পবেল বোনেরা আবারও ব্যর্থ হয়েছেন। ৫০ আর ১০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রনটি ক্যাম্পবেল হয়েছেন সপ্তম। আর ১০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক কেইট ক্যাম্পবেল হয়েছেন পঞ্চম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন