শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাগরে নিম্নচাপ ৪ নং সতর্কতা সংকেত, অঝরে বৃষ্টিতে শহরে নাকাল অবস্থা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ৩:০২ পিএম

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়ার অধিদফতরের ৪ নম্বর সতর্কতা সংকেতের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

আরো জানানো হয়েছে, শুক্রবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছ ঋবহাওয়া অফিস।

এদিকে নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে গত তিন দিন ধরে অঝুরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে বৃষ্টির কারণে পর্যটন শহর কক্সবাজারের সড়ক উপসরকের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন