শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহে সমমনা ইসলামী দলের বিক্ষোভ কর্মসূচি

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ৭:২৪ পিএম

সারা দেশে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নাগরিক হত্যা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ধর্ষণ ও নারী নির্যাতন রোধসহ ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে ময়মনসিংহ সমমনা ইসলামি দলসমূহ শুক্রবার রেলওয়ে জামে মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। জুমার নামাজের পর ময়মনসিংহ রেলওয়ে জামে মসজিদ থেকে ‘সমমনা ইসলামী দলসমূহ’-এর ব্যানারে কয়েকটি দল বিক্ষোভ মিছিল বের করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্যাপক সংখ্যক মুসল্লির অংশগ্রহণে এ মিছিলটি রেলওয়ে জামে মসজিদ থেকে শুরু হয়ে গাঙ্গিনাপাড় এলাকায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে শুধু আইন করলেই হবে না আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। একইসঙ্গে আইনের অপপ্রয়োগ থেকেও বিরত থাকতে হবে। জিনা-ব্যাভিচার ও ধর্ষণের বিচারে শরিয়া আইন করতে হবে। ধর্ষ-নির্যাতন বন্ধে শুধু আইন করলেই হবে না আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। জিনা, ব্যভিচার, ধর্ষণের উৎস চিহ্নিত করে তা বন্ধ করারও আহবান জানান বক্তারা। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ মহানগরীর সভাপতি মাওলানা নুরুল আবসার মাসুমের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন খেলাফত মজলিশ মহানগরের সভাপতি অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম, জেলার জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, যুব জমিয়তের জেলার সভাপতি ও সমমনা ইসলামী দলসমূহের সমন্বয়ক মাওলানা আব্দুল্লাহ আল-বাকি, যুব মজলিশের জেলার সভাপতি মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিশের যুগ্ন-সাধারন সম্পাদক মাওলানা কাজী হুসাইন আহম্মেদ জুবায়ের, মহানগরের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান সাগর ছাড়াও ছাত্র জমিয়ত, ছাত্র মজলিশের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন