শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

ফেসবুক শর্টকাট কী

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফেসবুকের নিউজফিডের রয়েছে কিছু শর্টকাট কী যা আপনার মাউসের ব্যবহার কমিয়ে আরও দ্রুত ফেসবুকিং করতে সাহায্য করবে। ফেসবুকিং এখন যেন আমাদের মৌলিক চাহিদার রূপান্তিত হয়েছে। দিনে অনন্ত একবার ফেসবুকে টু না মারলে এখন যেন সমাজ আমাদের মেনে নেবেনা এমন অবস্থা। কিন্তু আপনি জানেন কি , ফেসবুকের নিউজফিডের রয়েছে কিছু শর্টকাট কী যা আপনার মাউসের ব্যবহার কমিয়ে আরও দ্রুত ফেসবুকিং করতে সাহায্য করবে। 

ফেসবুকের শর্টকাট কী :
৹ ঔ ও ক কি দিয়ে ওপরে ও নিচে নিউজফিডের পোস্ট নির্বাচন করা যায়।
৹ ঊহঃবৎ করে নির্বাচিত পোস্ট পুরোটা দেখা যাবে।
৹ খ কোনো পোস্ট লাইক বা আনলাইক করতে ব্যবহার করা যাবে।
৹ চ নতুন কিছু পোস্ট করার জন্য।
৹ ঝ দিয়ে কোনো কিছু শেয়ার করা যাবে।
৹ ঈ চেপে নির্বাচিত পোস্টে কমেন্ট করা যাবে।
৹ ঙ নির্বাচিত ছবি বড় করে দেখাবে।
৹ ছ চ্যাটে কাউকে খুঁজে পেতে সাহায্য করবে।
৹ / কোনো কিছু খুঁজতে সার্চবার সক্রিয় করবে। সূত্র : ফেসবুক

য় আইটি ডেস্ক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন