বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নবনির্বাচিতদের শপথগ্রহণ

চাঁদপুর পৌরসভা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলসহ ১৫টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ৫জন মহিলা কাউন্সিলর শপথবাক্য পাঠ করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এছাড়া জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার একেএম মাহবুবুর রহমান পিপিএম (বার), জেলা আ.লীগ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল সরকারি গেজেট প্রকাশিত হয় গত ১৫ অক্টোবর। শপথ নেন : বিজয়ী মেয়র পদে অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোহাম্মদ আলী মাঝি, ২নং ওয়ার্ডে মো. মালেক শেখ, ৩নং ওয়ার্ডে মো. আ. লতিফ গাজী, ৪নং ওয়ার্ডে মামুনুর রহমান দোলন, ৫নং ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম ভূইয়া, ৬নং ওয়ার্ডে মো. সোহেল রানা, ৭নং ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডে অ্যাড. মো. হেলাল হোসাইন, ৯নং ওয়ার্ডে চান মিয়া মাঝি, ১০নং ওয়ার্ডে মো. ইউনুছ শোয়েব, ১১নং ওয়ার্ডে মো. ইকবাল হোসেন পাটোয়ারী, ১২নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান দর্জি, ১৩নং ওয়ার্ডে মো. আলমগীর গাজী, ১৪নং ওয়ার্ডে মো. খায়রুল ইসলাম নয়ন, ১৫নং ওয়ার্ডে অ্যাড. কবির হোসেন চৌধুরী।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩নং ওয়ার্ডে ফেরদৌসী আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ডে খালেদা রহমান, ৭,৮,৯নং ওয়ার্ডে মিসেস ফরিদা ইলিয়াস, ১০,১১,১২নং ওয়ার্ডে আয়েশা রহমান, ১৩,১৪,১৫নং ওয়ার্ডে মোসাম্মৎ শাহিনা বেগম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন