বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় পালনেই কামিয়াবি ও উন্নতি

জাতীয় প্রেসক্লাবে সেমিনারে নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমেই কামিয়াবি ও উন্নতি নিহিত রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় সারাদেশে ব্যাপকভাবে আসন্ন ঈদে মিলাদুন্নবী পালনের দাবি জানিয়েছে আন্তর্জাতিক সাইয়িদুল আ’ইয়াদ শরীফ। যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী উদযাপনের লক্ষ্যে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ দাবি জানান। সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, মুফতি আবুল খায়ের মুহম্মদ, মুফতি মুহম্মদ আলমগীর হুসাইন ও আবু বকর সিদ্দিক। সেমিনারে বক্তারা বলেন, যথাযথ মর্যাদায় ১২ রবিউল আউয়াল যথাযোগ্য মর্যাদায় পালনের মাঝেই দেশ ও জনগণের সর্বপ্রকার কামিয়াবি, মহামারি থেকে মুক্তি ও উন্নতি নিহিত রয়েছে। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ এবং দিবসটি উদযাপনের জন্য সকল মন্ত্রণালয় ও বিভাগে বিশেষ নির্দেশনা জারি করতে হবে। বক্তারা বলেন, রাসূল (সা.) এর শানে মানহানীকর কোন বিষয় প্রচার, প্রকাশ ও তাঁকে নিয়ে ব্যঙ্গকারীদের শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে। এ ব্যাপারে আইন প্রণয়ন করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন