বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঠাঁই নেই যুক্তরাষ্ট্রের হাসপাতালে

করোনা সংক্রমণ শীর্ষে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ রেকর্ডের দিকে এগিয়ে চলেছে। এভাবে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির অনেক হাসপাতালেই ইতিমধ্যে জায়গার সঙ্কট দেখা দিতে শুরু করেছে।

করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউ যুক্তরাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলছে। শুক্রবার থেকে দক্ষিণ ডাকোটার কয়েকটি এলাকায় লকডাউন জারি করা হয়েছে। সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার জন্য ফ্লোরিডার স্বাস্থ্য কর্মকর্তা অনুরোধ জানিয়েছেন। উটাহের গভর্নর রাজ্য জুড়ে তীব্র সতর্কতা জারি করেছেন। উত্তরাঞ্চলীয় আইডাহোর একটি হাসপাতালে জায়গা সঙ্কটের কারণে হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানকার রোগীদেরকে বিমানে করে সিয়াটেল বা পোর্টল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে কোওর ডি’এলিনের কুটেনাই হেল্থ হাসপিটালের পালমোনোলজিস্ট ডক্টর রবার্ট স্কোগিনস বলেন, ‘আমরা মূলত আমাদের হাসপাতালের পুরো ফ্লোরটি বন্ধ করে দিয়েছি। আমাদের রুম দ্বিগুণ করতে হয়েছে। আমরা আরও বেশি শয্যা কিনেছি। তবে আমাদের হাসপাতালটি মহামারীর জন্য নির্মিত হয়নি।’ টুইন ফলস এর দক্ষিণ আইডাহো শহরে, সেন্ট লুকের ম্যাজিক ভ্যালি মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা আর বাচ্চাদের গ্রহণ করবে না কারণ এটি করোনাভাইরাস রোগীদের দ্বারা পরিপূর্ণ। নবজাতক ব্যতীত, ১৮ বছরের কম বয়সীদেরকে ১২৮ মাইল দূরের বোইসে পাঠানো হবে।

উটাহ অঙ্গরাজ্যে শুক্রবার করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন গভর্নর গ্যারি হার্বার্ট। তিনি বলেন, ‘এখন অবধি, আমাদের হাসপাতালগুলো সমস্ত কোভিড এবং নন-কোভিড রোগীদের যাদের প্রয়োজন তাদের ভাল যত্ম প্রদান করতে সক্ষম হয়েছে। তবে আজ আমরা সামর্থের শেষপ্রান্তে দাঁড়িয়েছি। যদি উটাহের বাসিন্দারা সমাবেশ সীমাবদ্ধ করতে এবং মাস্ক পরার মতো গুরুতর পদক্ষেপ না নেয়, তবে আমাদের স্বাস্থ্যসেবাকর্মীরা যাদের প্রয়োজন তাদের প্রত্যেককে মান সম্পন্ন যত্ম দিতে পারবেন না।’

মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করোনার দৈনিক সংক্রমণের ক্ষেত্রে সাত দিনের গড় বৃহস্পতিবার ৬১ হাজার ১৪০ ছাড়িয়েছে। দু’সপ্তাহ আগে এই সংখ্যা ছিল ৪৪ হাজার ৬৪৭। গেত জুলাই মাসের ২২ তারিখে এই গড় ছির ৬৭ হাজার ২৯৩, যা এখন অবধি রেকর্ড। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ৬৭১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। সূত্র : এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Faruq Bd ২৫ অক্টোবর, ২০২০, ৬:৪৮ এএম says : 0
যুক্তরাষ্ট্র কে পেছনে ফেলে বাংলাদেশী মিডিয়া বিজ্ঞানীর আবিষ্কারের মাইলফলক,,,ডাঃ, মিডিয়া এবং বিজ্ঞানীরা শিরক করে যাচ্ছেন
Total Reply(0)
Roshon Chowdhury ২৫ অক্টোবর, ২০২০, ৬:৪৯ এএম says : 0
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙচিত্র করছে ফ্রান্স। আসুন আমরা ফ্রান্সের পণ্য বর্জন করি। অধিক পরিমাণে দুরুদ ও সুন্নতের উপর আমল করি। নিজ অপরাধের উপর অনুতপ্ত হয়ে তাওবা ইস্তিগফার করি।
Total Reply(0)
রাজিব ২৫ অক্টোবর, ২০২০, ৬:৫০ এএম says : 0
তবুও আমেরিকার শিক্ষা হচ্ছে না।
Total Reply(0)
রাজিয়া সুলতানা ২৫ অক্টোবর, ২০২০, ৬:৫০ এএম says : 0
করোনা মুনে হচ্ছে খুব সহজে যাবে না।
Total Reply(0)
Abdullah Mammun ২৫ অক্টোবর, ২০২০, ৭:৫৮ এএম says : 0
Abhishapta jukto rashtra. Musalmander rakhti tader hath rigging.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন