ক্রেডেন্সিয়াল বাতিলের পাশাপাশি বিরোধী সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি
ইনকিলাব ডেস্ক : আবারো মিডিয়াকে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি দ্য ওয়াশিংটন পোস্ট’সহ বেশকিছু মিডিয়ার ‘ক্রেডেন্সিয়াল’ বা পরিচয়পত্র বাতিল করেছেন। এবার হুমকি দিয়েছেন দ্য নিউইয়র্ক টাইমসকে। এছাড়া তিনি ভোটারদেরও সতর্ক করেছেন। বলেছেন, যদি নির্বাচনে তিনি পরাজিত হন তাহলে কোনোদিনই তাদের ক্ষমা করবেন না। প্রেসিডেন্ট বারাক ওবামারও তিনি তীব্র সমালোচনা করেছেন। এতে বলা হয়, তিনি বারাক ওবামাকে আবারো ইসলামিক স্টেট বা আইএসের সংশ্লিষ্ট অভিযোগে অভিযুক্ত করেন। তিনি বলেছেন, আইএস প্রতিষ্ঠা করতে ওবামা সহায়তা করেছেন। তিনি নির্বাচনী দৌড়ে ব্যর্থ হচ্ছেন বলে যেসব মিডিয়া খবর দিচ্ছে তাদের বিরুদ্ধে দেখে নেয়ার হুমকি দিয়েছেন। তিনি কানেকটিকাটে নির্বাচনী এক র্যালিতে এসব মন্তব্য করেন। সেখানে তিনি এক ঘণ্টারও বেশি বক্তব্য রাখেন। তার মধ্যে বেশিরভাগই ছিল মিডিয়ার বিরুদ্ধে বিষোদগার। এ সময় তিনি আবারো দ্য নিউইয়র্ক টাইমসের প্রেস ক্রেডেন্সিয়াল বাতিল করার হুমকি দেন। প্রেস ক্রেডেন্সিয়াল নিয়ে সাংবাদিকরা তার নির্বাচনী প্রচারণার স্থলে উপস্থিত থেকে খবর সংগ্রহ করেন। গত শনিবার নিউইয়র্ক টাইমস একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় কীভাবে ব্যর্থ হচ্ছেন তা তুলে ধরা হয়। এ সম্পর্কে ট্রাম্প বলেন, এসব মানুষ সবচেয়ে অসৎ। হয়তো আমরা তাদের প্রেস ক্রেডেন্সিয়াল কেড়ে নেয়ার কথা ভাবতে শুরু করব। উল্লেখ্য, কানেকটিকাট হলো ডেমোক্রেটদের ঘাঁটি। ট্রাম্পের সেই রাজ্য সফর নিয়ে অনেক রিপাবলিকান ভ্রু কুঁচকেছেন। সমালোচনা করেছেন অনেকে। রিপাবলিকান দলের কৌশল নির্ধারণকারী ম্যাট মকোউইয়াক বলেছেন, নির্বাচনের প্রায় তিন মাস আগে তিনি কানেকটিকাটে র্যালি করতে গেছেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন