বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইএসের হামলায় কাবুলে নিহত ৩০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষা কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কিশোর শিক্ষার্থীসহ ৩০ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকালে একটি বেসরকারি উচ্চ শিক্ষা কেন্দ্রের সামনে বিস্ফোরণটি ঘটানো হয় বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে, এক টুইটার পোস্টে এ হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তালেবানের একজন মুখপাত্র। একটি শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় তালেবান বিদ্রোহীদের প্রতিনিধি দলের সঙ্গে আফগানিস্তানের সরকারি প্রতিনিধিদের আলোচনা চলছে। এমন স্পর্শকাতর সময়েই এ হামলা চালানো হয়েছে। অপরদিকে, টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে কোনো প্রমাণ দাখিল ছাড়াই ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। বিবিসি জানিয়েছে, শিয়া প্রধান দাস্ত ই বার্চি এলাকার কাওসার ই দানিশ শিক্ষা কেন্দ্রে সচরাচর কয়েকশত শিক্ষার্থী অবস্থান করে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীরা একজন হামলাকারীকে শনাক্ত করার পর সে কাওসার ই দানিশের সামনের রাস্তায় বিস্ফোরণ ঘটায়। “একজন আত্মঘাতী বোমারু শিক্ষা কেন্দ্রটিতে প্রবেশ করতে চাইছিল,” বলেছেন তিনি। স্থানীয় বাসিন্দা আলী রেজা জানিয়েছেন, হতাহতদের অধিকাংশই শিক্ষার্থী এবং তারা সবাই প্রতিষ্ঠানটির ভিতরে ঢোকার অপেক্ষায় ছিলেন। “কেন্দ্রটি থেকে প্রায় ১০০ মিটার দ‚রে দাঁড়িয়ে ছিলাম, তখনই বড় ধরনের বিস্ফোরণের ধাক্কায় ছিটকে যাই আমি,” বলেন তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই ছাত্র এবং তাদের বয়স ১৫ থেক ২৬ বছরের মধ্যে। পরিবারের সদস্যরা নিকটবর্তী একটি হাসপাতালে জড়ো হয়ে মেঝেতে সারি দিয়ে রাখা নিহতদের মধ্যে নিখোঁজ প্রিয়জনদের খোঁজ করছিল, অন্যদিকে আহতদের স্ট্রেচারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক। কাওসার ই দানিশ কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, হাজার হাজার শিক্ষার্থীকে উচ্চ শিকার পথ দেখানো এই প্রতিষ্ঠানে চালানো হামলায় তিনি ও তার সহকর্মীরা মর্মাহত হয়েছেন। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন