শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ভাঙন

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

মাদারীপুরে হঠাৎ করেই আবার আড়িয়াল খাঁ নদে ভাঙন দেখা দিয়েছে। গত শনিবার রাতে সদর উপজেলার উত্তর পাঁচখোলা এলাকার দুটি ইট ভাটার একাংশ, ৬টি বসতঘর ও ৩শ’ মিটার সড়ক নদে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানায়, আড়িয়াল খাঁ নদে পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙন। হঠাৎ করেই গত শনিবার রাতে উত্তর পাঁচখোলা এলাকার দুটি ইট ভাটার একাংশ, ৩শ’ মিটার সড়ক ও ৬টি বসতঘর নদে বিলীন হয়ে যায়। এতে মানবেতর জীবনযাপন করছেন নদের পাশের বাসিন্দা। সড়ক নদে বিলীন হওয়ায় যাতায়াতে মারাত্মক সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। এমনকি এখনো রয়েছে ভাঙন আতঙ্ক। ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ ইট, সুরকি ও বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা পর্যাপ্ত না হওয়ায় দ্রæত ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগীরা।
নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত এ.কে.বি ইটভাটার মালিক আ. মান্নান খান বলেন, গত শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হঠাৎ করে আড়িয়াল খাঁ নদে ভাঙন শুরু হয়। আমার ইট ভাটার একাংশ নদে বিলীন হয়ে যায়। ভাঙনে স্তুপ করা ইট নদে বিলীন হয়ে যায়। সরকার যেন দ্রæত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন