শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পটিয়ায় জশনে জুলুছ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গতকাল অনুষ্ঠিত হয়। জুলুছ শেষে পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন সাতগাছিয়া দরবার শরীফের পীর আবুল মকছুম মুহাম্মদ সৈয়দ শেখ ফরমান উল্ল্যাহ সুলতানপুরী। তিনি বলেন, হযরত নবী করিম (সা.) দুনিয়াতে না আসলে ইসলাম জন্ম হত না। নবীর আদর্শ অনুসরণ করে চলতে হবে। কাফের নাস্তিকেরা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তার অংশ হিসেবে ফ্রান্সে নবীকে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করেছে। দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ শেখ হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, বোয়ালখালী দরবারের পীর মাওলানা আহমদ উল্লাহ মাইজভান্ডরী, মাওলানা সামশুল আলম মাইজভান্ডরী, হাইদগাঁও মোজাহেরুল উলুম সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দীন আলকাদেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ন.ম. টিপু সুলতান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, আ.লীগ নেতা শহিদুল ইসলাম চৌধুরী, সুফি ফজল আহমদ, নজরুল ইসলাম ঝন্টু প্রমুখ। হাইদগাঁও সাতগাছিয়া দরবারের পীর শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরীর নেতৃত্বে বিশাল জুলুছ শুরু হয়ে পটিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন