মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ধৃষ্টতায় জাগো সিলেট আন্দোলনের প্রতিবাদ সভা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ৩:৪৭ পিএম

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মেন্দিবাগস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলা উদ্দিন আলো সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বেলাল আহমদ, বকুল মিয়া, আব্দুল রব, মানিক মিয়া, আলম মিয়া, রোকন উদ্দিন, আলাই মিয়া, মামুন আহমদ, সামসুদ্দিন মিয়া প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যে নবী করিম (সাঃ) কে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সেই নবী কে নিয়ে কাফেরা ধারাবাহিকভাবে অবমাননা করে যাচ্ছে। তাদের এমন কাজে বিশ্বের সকল মুসলিম জনতা চরম ক্ষুব্ধ। নেতৃবৃন্দ বাংলাদেশের সকল জায়গায় ফ্রান্সের সকল পণ্য বর্জন করে ঈমানী দায়িত্ব পালনের আহ্বান জানান। বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন