মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আকবর গ্রেফতারে ৯ দিনের আল্টিমেটাম সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ৩:৫৭ পিএম

‘পুলিশী নির্যাতনে’ নিহত রায়হান হত্যার মূল হোতা এস আই আকবরকে গ্রেফতারের ৯দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। এছাড়া মানববন্ধন কর্মসূচী থেকে গৃহীত কর্মসূচী স্থগিত করে বর্ধিত করা হয়েছে৫ নভেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন নিশ্চিত করেছেন এই তথ্য।
এক বিবৃতি সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তারাই আইন লঙ্ঘন করে চলছে। নেতৃবৃন্দরা বলেন, আমরা জনগণের টাকায় বেতন দিয়ে কোনো খুনি পুলিশ পুষতে চাই না। দুর্নীতিবাজ খুনি এস.আই. আকবর ও অন্যান্য পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নেতৃবৃন্দরা বলেন, কিছু পুলিশ একের পর এক অপকর্ম করে চলছে। বিনা বিচারে হত্যা, সাধারণ মানুষকে হয়রানি, মাদক ও অস্ত্র দিয়ে নিরীহ মানুষকে ফাঁসানো, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। নেতৃবৃন্দ জানান, আগামী ৫ নভেম্বরের মধ্যে রায়হান হত্যাকারীর মূল আসামী এস.আই আকবরকে গ্রেফতার করা না হলে, লাগাতার কর্মসূচী দিতে বাধ্য হবে ব্যবসায়ীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন