শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শরণখোলায় নিষিদ্ধ সুন্দরী কাঠ জব্দ

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২০, ৪:৪৫ পিএম

বাগেরহাটের শরণখোলার একটি করাত কল থেকে ৩০ ঘনফুট নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের ইসমাইল মুন্সী ও আমিনুল হাওলাদারের যৌথ মালিকানাধীন করাত কল থেকে ওই কাঠ জব্দ করা হয়।
বন বিভাগেরে ধানসাগর স্টেশন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম জানান, সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত দক্ষিণ রাজাপুর কমিউনিটি প্যাট্্র্িযলং গ্রুপের (সিপিজি) সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ওই স-মিল থেকে ৩০ ঘনফুট সমপরিমানের ১২ টুকরা সুন্দরী কাঠ উদ্ধার করা হয়েছে। এসময় মিলের করাত খুলে নেওয়া হয়।
তিনি জানান, কাঠ চোরাকারবারিরা বনের কলমতেজী ও ধানসাগর এলাকা থেকে কাঠ কেটে গোপনে চেরাই করার উদ্দেশে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া কাঠ ধানসাগর স্টেশন অফিসে নেওয়া হয়েছে। এব্যাপারে জড়িতদের সনাক্ত করে পিওআর মামলা দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন