পাকিস্তান সফররত তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হুলুসি আকার সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। আইএসপিআর জানায়, সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও কথা বলেন তারা। জেনারেল বাজওয়া বলেন, দুই দেশ ভ্রাতৃত্বপ‚র্ণ সম্পর্কের মহান ঐতিহাসিক উত্তরাধিকার বহন করছে। স্থায়ী অংশীদারিত্বের মধ্য দিয়ে এর রূপান্তর ঘটেছে। সরফরত অতিথি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ভ‚মিকার প্রশংসা করেন। বিশেষ করে সন্ত্রাসবাদের বিস্তার রোধে পাকিস্তান সেনাবাহিনীর অবদানের কথা স্বীকার করেন তিনি। ডেইলি পাকিস্তান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন