শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নোটিশ ছাড়া গাছ কর্তনের অভিযান

সরাইলের এসিল্যান্ডের বিরুদ্ধে রিট

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

খাল উদ্ধার করতে গিয়ে অন্যের বাড়িতে খাল করার ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা প্রিয়াঙ্কার বিরুদ্ধে। কোনো নোটিশ ছাড়া ওই বাড়িতে তান্ডব চালানোর অভিযোগে এ রিট হয়েছে। বাড়িতে লাগানো প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয় তার নির্দেশে। গত ৩০ সেপ্টেম্বরের এ ঘটনায় উচ্চ আদালতের শরনাপন্ন হয়েছেন বাড়ির মালিক সরাইলের ব্যবসায়ী ফয়সাল আহমেদ মৃধা দুলাল। গত ১৩ অক্টোবর হাইকোর্টে এ রিট করেন তিনি। রিট পিটিশন ও লিগ্যাল নোটিশে বলা হয়, ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় কোনো নোটিশ ছাড়াই সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা প্রিয়াঙ্কা পুলিশ ফোর্স ও অনেক শ্রমিক নিয়ে ফয়সাল আহমেদ মৃধা দুলালের বাড়িতে এসে বেকু দিয়ে মাটি খনন এবং করাত দিয়ে গাছ কাটতে শুরু করেন। এর কারণ জানতে চাইলে সহকারী কমিশনার দুলালকে গ্রেফতার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার হুমকি দেন। বিকেল ৩টা পর্যন্ত ওই অভিযানে ব্যবসায়ীর নিজের জায়গায় লাগানো ৯০ থেকে ১শ’ গাছ কর্তন করা হয়। এতে ১৫ থেকে ২০ লাখ টাকার এবং মানসিক ও আর্থিকভাবে আরও ৩০ লাখ টাকার ক্ষতি করা হয় বলে রিট আবেদনে উল্লেখ করেন ব্যবসায়ী দুলাল। এছাড়া অভিযানে বিদ্যুত এবং গ্যাস সংযোগও ক্ষতিগ্রস্থ করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা প্রিয়াঙ্কা বলেন, উচ্চ আদালতের এ রিট বিষয়ে তিনি কিছু জানেন না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন