শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তড়িঘড়ি বিচারপতি নিয়োগের ঘটনায় ক্ষুব্ধ বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

প্রেসিডেন্ট নির্বাচনের আগে তড়িঘড়ি করে সু্প্িরম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে নিয়োগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। একে ‘নজিরবিহীন’ ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। সোমবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সুপ্রিম কোর্টের পঞ্চম নারী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন রক্ষণশীল ভাবধারার কোনি ব্যারেট। ক্ষমতা গ্রহণের পর থেকে এ নিয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্পের পছন্দের তিনজন বিচারপতি নিয়োগ পেলেন। সর্বশেষ অ্যামি কনি ব্যারেটের নিয়োগের মধ্য দিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারক প্যানেলে রক্ষণশীলরা ৬-৩ ব্যবধানে এগিয়ে গেলো।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বাইডেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুপ্রিম কোর্টের তাৎপর্যপ‚র্ণ ভ‚মিকা রয়েছে। ফলে নির্বাচনের এক সপ্তাহ আগে অ্যামি কনি ব্যারেটের নিয়োগ ট্রাম্পের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের
আগে সুপ্রিম কের্টের বিচারপতি
নিয়োগ না দেওয়ার দাবি জানিয়ে আসছিলো ডেমোক্র্যাটিক পার্টি।
নিউ ইয়র্ক পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন