শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘সাংবাদিকদের ডাটাবেজের কাজ চলছে’

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

যে কেউ চাইলে সাংবাদিক হয়ে যেতে পারবেন না। হলুদ সাংবাদিকতা রুখতে সাংবাদিকদের ডাটাবেজের কাজ চলছে। এটি শেষে সবাইকে সুনির্দিষ্ট পরিচয়পত্র প্রদান করা হবে। প্রেস কাউন্সিলের পরিচয়পত্রের বাহিরে সাংবাদিকতা করার আর সুযোগ থাকবে না।
পাশাপাশি বেতন কাঠামোসহ ওয়েজবোর্ড নীতিমালার বাস্তবায়নে কাজ চলমান রয়েছে। গতকাল ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মুজিববর্ষের অঙ্গীকার’ ‘হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রেস কাউন্সিলে কেউ নিজের প্রতি অবিচারের অভিযোগ এনে তথ্যভিত্তিক অভিযোগ করে না। চলতি বছরে প্রেস কাউন্সিল আইন অনুমোদন হতে পারে। এসময় সাংবাদিকদের অনৈক্য ও সমন্বয়হীনতার কথা উল্লেখ করে চেয়ারম্যান বলেন, আপনারা ঐক্যবদ্ধ হবার প্রয়াস চালান। ঐক্যবদ্ধ থাকলে দেশ উপকৃত হবে, আপনারা উপকৃত হবেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন