বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

স্মার্ট ফোন থেকে শিশুদের রক্ষা করুন

| প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

আগের দিনে শিশুরা সাধারণত মাঠে ঘাটে খেলাধুলা করে তাদের শৈশব অতিবাহিত করতো। আর তাদের মেধাবিকাশ ঘটতো খোলামেলা পরিবেশে। কিন্তু বর্তআন সময়ে শিশুরা আর মাঠেঘাটে খেলাধুলা করতে চায় না। কারণ তাদের অনেকের হাতেই এখন স্মার্ট ফোন আছে। যার কারণে শিশুরা স্মার্ট ফোনে বিভিন্ন ধরনের ভিডিও গেমস খেলে সময় পার করছে। অনেকে আবার বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্ত। যার কারণে তাদের মেধাবিকাশ সঠিকভাবে হচ্ছে না। খেলাধুলা না করার কারণে তাদের শারীরিক গঠনও ঠিক মতো হচ্ছে না। এমনকি তারা শুধু মোবাইল নিয়ে পড়ে থাকায় আত্মকেন্দ্রিক হয়ে বেড়ে উঠছে। সামাজিক কর্মকান্ডের দিকেও মন দিতে পারছে না। এছাড়া কোনো মোবাইল গেম শিশুদের মনস্তাত্ত্বিক দিক থেকে ভয়ানক পরিণতির দিকে ঠেলে দেয়ার উদাহরণও দেখতে পাওয়া যাচ্ছে। এসব কিছু থেকে রক্ষা করার জন্য অবশ্যই স্মার্ট ফোন থেকে শিশুদের দূরে রাখতে হবে। এ ব্যাপারে মা-বাবাসহ অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

জাফরুল ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন