মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার বিজ্ঞান বিরোধী বাজি ধরে হেরে গেছেন ট্রাম্প!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ৯:২০ পিএম

এবার বিজ্ঞান বিরোধী বাজি ধরে হেরে গেছেন ট্রাম্প অতিমহামারীর শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞানকে অবহেলা করার রাজনৈতিক লক্ষ্য স্থির করেছিলেন। বুধবার তার জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের একটি টেপ ফাঁস হয়েছে। সেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা বিজ্ঞানের বিপক্ষে জাননি। -সিএনএন, ফক্স, এবিসি, সিবিএিস

ট্রাম্প বারবার বলছেন, ভাইরাস চলে যাচ্ছে। কিন্তু জাতীয় তথ্য ও বৈজ্ঞানিক উপাত্ত বলছে এর সম্পূর্ন বিপরীত কথা। ফলে পতনের মখে পুঁজিবাজার। মার্কিন ভোটাররা ট্রাম্পের কথার চেয়ে তথ্য উপাত্তের উপর বেশি ভরসা রাখছেন। যে কোনও জরিপে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এমনকি আগাম ভোটের ব্যাপারে ট্রাম্পের নিষেধাজ্ঞা শোনেননি বেশিরভাগ ভোটারই। বিশেষজ্ঞদের মতে আগাম ভোটারদের বেশিরভাগই বাইডেনের সমর্থক। ফাঁস হওয়া অডিওতেও প্রায় একইমত পোষণ করেছেন কুশনার। এপ্রিলে প্রকাশিত অডিওতে অবশ্য কুশনার বলেছিলেন, ‘ট্রাম্পই এখন নেতৃত্বে আছেন, চিকিৎসকরা নয়।’

মার্কিন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে আগাম ভোটের পরিমাণ। গত নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছিলো এবার নির্বাচনের ৫ দিন আগেই তার অর্ধেকেরও বেশি ভোট পড়েছে। তবে নির্বাচনের দিন ট্রাম্পের সমর্থকরা ভোট দেবেন বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন