বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাজ্যে লেবার পার্টির সাবেক দলনেতা জেরেমি করবিন বরখাস্ত

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ৪:৪৮ এএম

যুক্তরাজ্যে লেবার পার্টির সাবেক দলনেতা জেরেমি করবিনকে দল থেকে সাময়িক বরখাস্ত করেছে তার পার্টি।

‘বেআইনী’ হয়রানী ও বৈষম্যের জন্য লেবার পার্টিতে করবিনের নেতৃত্বদানকালীন সময় দায়ি’ ইকুয়্যালিটি এন্ড হিউম্যান রাইট কমিশন প্রকাশিত এমন একটি রিপোর্টের উপর মন্তব্যের কারনে জেরিমি করবিন দল থেকে এই বরখাস্তের শিকার হন।

লেবার পার্টির একজন মূখপাত্র বলেছেন, সাবেক লেবার নেতা করবিন তাঁর এমন মন্তব্য প্রত্যাহার করতে ব্যর্থ হওয়ায় দল থেকে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। দল তাঁর এই মন্তব্য বিষয়ে তদন্ত চলাকালীন এই বহিস্কারাদেশ বহাল থাকবে।

বর্তমান লেবার নেতা স্যার কিয়ার স্টিমার বলেছেন ইকুয়্যালিটি এন্ড হিউম্যান রাইট কমিশন প্রকাশিত এই প্রতিবেদন লেবার দলকে ‘লজ্জার’ মুখোমুখি করেছে। প্রতিবেদনের সুপারিশ গুলো যততাড়াতাড়ি সম্ভব কার্যকর করা এবং লেবার সংস্কৃতি পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

জেরিমি করবিন তাঁর বিরুদ্ধে নেয়া এই বহিস্কারাদেশকে অবশ্য ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে বলেছেন তিনি এর বিরুদ্ধে লড়ে যাবেন।

উল্লেখ্য ঐ রিপার্টের উপর মন্তব্য করতে গিয়ে করবিন বলেছিলেন ‘ দলের মধ্যে এন্টি সেমিটিজম, বিরোধীদের দ্বারা নাটকীয় ভাবে উৎসাহিত’ হয়েছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন