মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশ পুলিশ একনিষ্ঠভাবে ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২০, ১০:২০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দায়িত্বে নিয়োজিত অন্যতম প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ দেশ ও জাতির সেবায় প্রতিনিয়ত তাদের ওপর অর্পিত দায়িত্ব একনিষ্ঠভাবে ও সাহসিকতার সঙ্গে পালন করছে। আমি আশা করি- মুজিববর্ষে নতুন স্পৃহা ও আদর্শে উদ্দীপ্ত হয়ে পুলিশ সদস্যগণ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনতার পুলিশে পরিণত হবে।

শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২০’ উপলক্ষে শুক্রবার এ বাণী দেন প্রধানমন্ত্রী। জনগণ ও পুলিশের পারস্পরিক আস্থা, সমঝোতা ও শ্রদ্ধা কমিউনিটি পুলিশিং এর মূলকথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থাপনায় জনগণের সঙ্গে প্রাণবন্ত সম্পর্ক স্থাপনের মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যাদির উৎস উদ্ঘাটনপূর্বক তা সমাধান ও অপরাধ ভীতি হ্রাস করে মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম শুরু হওয়ার পাঁচবছরের মধ্যে ৬০ হাজার ৯১৮টি কমিটির মাধ্যমে ১১ লাখ ১৭ হাজার ৮০ জন কমিউনিটি পুলিশিং সদস্য পুলিশের সঙ্গে একযোগে অংশীদারেত্বের ভিত্তিতে কাজ করে অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উল্লেযোগ্য সাফল্য অর্জন করেছে।

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে বাংলাদেশে রেলওয়ে, ইন্ডাস্ট্রিয়াল এবং হাইওয়ে পুলিশেও কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মধ্য দিয়ে অপরাধ দমনে আরও একধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশ পুলিশ। আগামীতেও নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বায়নের এ যুগে সহজলভ্য প্রযুক্তি অপরাধকে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিসরে দ্রুত বিস্তৃত করছে। এক্ষেত্রে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং স্থানীয় প্রযুক্তি নির্ভর অপরাধ প্রতিরোধ ও অপরাধ উদ্ঘাটনে পুলিশকে উন্নত প্রযুক্তিজ্ঞান অর্জনের পাশাপাশি জনগণ ও রাষ্ট্রের অন্যান্য সংস্থার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে সকলের সহায়তায় একযোগে কাজ করার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশকে সাইবার ক্রাইম, জঙ্গি ও সন্ত্রাস দমন, মানিলন্ডারিং ইত্যাদি সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম একটি আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তার সরকার অ্যান্টি টেরোরিজম ইউনিট, সাইবার ইউনিট গঠনসহ সবধরনের সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছে।

সরকারপ্রধান বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশগড়ার লক্ষ্যে পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করতে জনবল ও বাজেট বৃদ্ধিসহ সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকারের নানামুখী কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সম্প্রীতিময়, শোষণমুক্ত, জঙ্গি, মাদক ও সাম্প্রদায়িকতামুক্ত মানবিক দেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনগুলোতে পুলিশের সব সদস্য আরও আন্তরিকভাবে কাজ করে যাবে এবং নতুন প্রজন্মের কাছে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছরের মতো এবারও ৩১ অক্টোবর ‘কমিউনিটি পুলিশিং দিবস-২০২০’ উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। তিনি এ উপলক্ষে পুলিশের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ‘কমিউনিটি পুলিশিং দিবস-২০২০’ এর সব আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
লিয়াকত আলী ৩১ অক্টোবর, ২০২০, ১১:২৫ এএম says : 1
কিছু অপকর্মকারীদের জন্য পুলিশের দুর্ণাম হচ্ছে
Total Reply(0)
সোহাগ মিয়া ৩১ অক্টোবর, ২০২০, ১১:৩৭ এএম says : 0
কথা ১০০% সত্য,,,তবে আওয়ামিলীগের জন্য,জনগণের জন্য নয়
Total Reply(0)
Md Masud Kabir ৩১ অক্টোবর, ২০২০, ১১:৩৮ এএম says : 0
জনগণের জন্যে নহে সরকারের জান মাল রক্ষায়!
Total Reply(0)
Jack Ali ৩১ অক্টোবর, ২০২০, ১২:১৫ পিএম says : 0
Ma-ShaAllah.. that's why they kill people and takes bribe. Bangladesh security force abduct people, after abduct they torture such a Barbaric way they die and they disappear then why we liberated our country from Barbarian Pakistan ???????????.. Since liberation all the Government they oppressed us in every way more than barbarian pakistan.
Total Reply(0)
Nadim ahmed ৩১ অক্টোবর, ২০২০, ১:২২ পিএম says : 0
Police is good, but .....
Total Reply(0)
তুষার আহমেদ ৩১ অক্টোবর, ২০২০, ৩:৫৮ পিএম says : 0
আপনাদের নির্দেশনা মেনে চলছে আশা করি দেশ এবং প্রশাসন সঠিক পথে থাকবেন
Total Reply(0)
কামাল উদ্দিন ৩১ অক্টোবর, ২০২০, ৩:৫৯ পিএম says : 0
পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াতে পুলিশকে আরো অনেক কাজ করতে হবে
Total Reply(0)
নোমান ৩১ অক্টোবর, ২০২০, ৪:০০ পিএম says : 0
পুলিশ যখন জনগণের সত্যিকারের বন্ধু হবে তখন আর দেশে কোনো অশান্তি থাকবেন
Total Reply(0)
Mohammad Anwar Hossain ৩১ অক্টোবর, ২০২০, ৫:১২ পিএম says : 0
বাংলাদেশ পুলিশ একনিষ্ঠভাবে ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে
Total Reply(0)
মোহাম্মদ আবুল হাশেম ১ নভেম্বর, ২০২০, ১২:২১ এএম says : 0
পুলিশ বাহীনি দুষ্টের দমন এবং শিষ্টের পালনের মাধ্যমে সম্মান অর্জন ও তা বজায় রাখুক, এ আশা ও কামনা রাখি। পুলিশ বাহীনিতে যোগ্য ও সৎ ব্যক্তিদের যেন ভর্তির সুযোগ দেয়ার মাধ্যমে সঠিক বেতন ও সুযোগ সুবিধার ব্যবস্হা নিশ্চিত করে ঘুষ বিহীন একটা সম্মানজনক বাহীনি গড়ে তোলা হউক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন