পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গতকাল দুপুরে ৮ এবং ৯ নম্বর পিলারের উপর ৩৫ নম্বর স্প্যান বসেছে। এর ফলে পদ্মা সেতুর ৫ হাজার ২৫০ মিটার দৃশ্যমান হলো। অক্টোবর মাসে গত ২০ দিনে মাওয়া প্রান্তে ৪টি স্প্যান বসানো হলো। আগামী মাসের মধ্যে অবশিষ্ট ৭টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে সেতু নির্মাণ কর্তৃপক্ষের। আবহাওয়া এবং নদীর প্রকৃতি অনুক‚লে থাকলে প্রতি সপ্তাহে একটি স্প্যান বসানোর মাধ্যমে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে পুরো ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু।
গতকাল সকাল সাড়ে ৯টায় মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬শ’ টন ধারণক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনটি দিয়ে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নির্দিষ্ট পিলারের নিকট নিয়ে আসা হয়। পরে দুপুর ২টা ৪০ মিনিটে সফলভাবে স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়। সেতু কর্তৃপক্ষ জানায়, চলতি নভেম্বর মাসে মাওয়া প্রান্তে ৪টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। বাকি ২টি স্প্যান বসানো হবে আগামী মাসে।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, করোনা এবং তীব্র স্রোতের কারণে ৪ মাস স্প্যান বসানোর কাজ বিঘিœত হলেও গত মাসে ৪টি স্প্যান বসানো সম্ভব হয়। আগামী মাসে সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হবে। এতে দৃশ্যমান হবে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে পদ্মা সেতু। পদ্মা সেতুতে স্প্যান বসানোর সাথে সাথে রোডওয়ে স্ল্যাব বসানো হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন