মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

এক সিনিয়র চিকিৎসককে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎকরা ধর্মঘট শুরু করেছেন। 

ইন্টার্ন চিকিৎসক অ্যাসোশিয়েসনের সভাপতি ডা. সজল পান্ডে বলেন, হাসপাতালের মেডিসিন-৪ ইউনিটের সহকারী রেজিস্টার ডা. মাসুদ খান তার ওপর হামলার অভিযোগ এনে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. তরিকুল ইসলামসহ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন। ডা. মাসুদ খানের বিচারের দাবিতে তারা গতকাল দুপুর থেকে ধর্মঘট শুরু করেছেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সাংবাদিকদের বলেন, ডা. মাসুদ তার ওপর হামলার অভিযোগ করলেও ইন্টার্ন চিকিৎসকরা এ অভিযোগ অস্বীকার করছেন। বিরোধ নিস্পত্তির জন্য গতকাল সকালেও দু’পক্ষকে নিয়ে বসেছিলাম। কোন পক্ষই কাউকেই ছাড় দিতে রাজি নন। ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। পরিচালক আরো বলেন, হাসপাতালে চিকিৎসক সঙ্কটে রোগীদের চিকিৎসা সেবা অনেকখানি ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভরশীল। এ ধর্মঘটের ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন