শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১০:০৭ এএম

অবশেষে সাত মাস ১৩ দিন বন্ধ থাকার পর বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে। বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে রোববার (১ নভেম্বর) থেকে সুন্দরবনে ঢুকতে পারবেন পর্যটকরা। করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ ছিল সুন্দরবনের যাতাযাত। গত ৩০ অক্টোবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছিল বনবিভাগ।

বনবিভাগের শর্তে বলা হয়েছে, ‌‘কোনো একটি জাহাজে ৫০ জনের বেশি পর্যটক সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরতে হবে।’
এ ছাড়া হ্যান্ড স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সচেষ্ট থাকবে বন বিভাগ।

করোনা সংক্রমণরোধে গত ১৯ মার্চ পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছিল বন বিভাগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন