মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মন্ত্রীর টুইটের জবাবে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব আঙ্কারার

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

তুরস্কের বিমানবন্দরগুলোতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন

ইনকিলাব ডেস্ক : পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান দূরত্বের ধারাবাহিকতায় এবার সুইডেনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে আঙ্কারা। তুরস্কের বিরুদ্ধে একজন সুইডিশ মন্ত্রীর এক টুইটের জবাবে আঙ্কারায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করছে তুরস্ক। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম সম্প্রতি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তুরস্ক নিয়ে একটি মন্তব্য করেন। ওই টুইটে তিনি বলেন, ১৫ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে যৌনতা বৈধ করার তুর্কি সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করা উচিত। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম-এর এমন টুইটের তীব্র প্রতিক্রিয়া জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, এটা কলঙ্কজনক যে, একজন বিদেশি মন্ত্রী একটি মিথ্যা খবরের ওপর ভিত্তি করে এ ধরনের একটি টুইট করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় আঙ্কারায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তবে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাদের যে দূতকে তলব করা হয়েছে তিনি ছুটিতে আছেন। অপর খবরে বলা হয়, তুরস্ক সরকার তাদের দেশে বিভিন্ন বেসামরিক বিমানবন্দরে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন