শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবিতে রামগতিতে নিরাপদ সড়ক চাই সংগঠনের সংবাদ সম্মেলন

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ৩:০৩ পিএম

সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।আজ রবিবার সকালে রামগতি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে বক্তারা বলেন,১৯৯৩ সালের ২২ অক্টোবর" পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়" এই স্লোগানে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর যাত্রা শুরু হয়। কিন্ত আজকে সড়কের অবস্থা কি? তা দেশবাসী অবগত রয়েছে।সড়ক পরিবহন নিয়ে একটি আইন ঠিকই আছে।কিন্ত তার প্রয়োগ নেই।যার কারনে আইনটি যথাযথ প্রয়োগে বারবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে পরিবহন সেক্টরের একটি অশুভ শক্তির কারনে।সংবাদ সম্মেলন থেকে বক্তারা সড়ক পরিবহন আইন বাস্তবায়নের জোর দাবী জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শোয়াইব খন্দকার,রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক,রামগতি সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ধনু,সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই এর রামগতি সভাপতি মোমিন উল্যাহ, সহ সভাপতি আবুল বাসার সুমন,সাধারণ সম্পাদক আবুল কাশেম,অর্থ সম্পাদক নুর সোলাইমান, দিদারুল ইসলাম খন্দকার সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন