বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যাশ) পদে পদোন্নতি পেয়েছেন মতিঝিল অফিসের উপমহাব্যবস্থাপক (ক্যাশ) মো. ছিদ্দিকুর রহমান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক কর্মচারী নির্দেশে তাঁকে মহাব্যবস্থাপক (ক্যাশ) পদে পদোন্নতি প্রদান করা হয়। রোববার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছিদ্দিকুর রহমান কুমিল্লা জেলার বরুড়া থানার করিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী অর্জন করেন। ছিদ্দিকুর রহমান ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিস এবং বগুড়া অফিসেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন