সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আলাউদ্দিন তুষার সভাপতি এবং মোজাম্মেল হক লেনিন সাধারণ সম্পাদক হয়েছেন। আগামী এক বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে। রোববার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন মো. আকরাম আলী আকন্দ, মশিউল আজম, নূর-এ আলম, অরুন কুমার বৈরাগী, চন্দন কুমার পোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, রুহুল আমিন, গোলাম সারোয়ার আকাশ, মো. রফিকুল ইসলাম, নঈম জামাল, সাংগঠনিক সম্পাদক মো. মূর্তজা কামাল, মো. রফিকুল ইসলাম, মো. আবু নাসের, শাহ আজম জনি, রুবেল হোসেন, দপ্তর সম্পাদক মো. শহীদুজ্জামান, প্রচার সম্পাদক মো. আরিফুর রহমান, প্রকাশনা সম্পাদক মো. ইকরাম হোসেন, অর্থ সম্পাদক দিলীপ কুমার রায় মনোনীত হয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন