শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সোনার খনি দখলমুক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে একের পর এক সাফল্য পাচ্ছে আজারবাইজান। অন্যদিকে ব্যাপক ক্ষতির কথা শিকার করেছেন আর্মেনিয়া। তবুও তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এদিকে গত ৩০ বছরে নাগরনো-কারাবাখের দখলকৃত অঞ্চল থেকে বিভিন্ন ধরণের খনিজ পদার্থ উত্তোলন করে আসছিলো আর্মেনিয়া। তেমনি একটি হলো জাঙ্গিলান জেলার ভেজনালী স্বর্ণ খনি। যা আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা হয়েছে বলে জানায় আজারবাইজানের গণমাধ্যমগুলো। অ্যাজভিশন জানিয়েছে, নাগরনো-কারাবাখে ১৬০ ধরনের খনিজ পদার্থের মজুদ রয়েছে যাদের মধ্যে অন্যতম স্বর্ণ, রোপা, পারদ, তামা, কয়লা, বিভিন্ন ধরনের মূল্যবান পাথর। এসব খনিজ পদার্থ মূলত কালবাজার, লাচিন, জাঙ্গিলান ও তাতার এলাকায় অবস্থিত যা দীর্ঘদিন ধরেই আর্মেনিয়ার হাতে ছিল। সম্প্রতি এসব এলাকা আজারবাইজানের সেনারা আর্মেনিয়ার দখল থেকে উদ্ধার করেছে। আর্মেনিয়া এসব এলাকা থেকে মূল্যবান খনিজ পদার্থ উত্তোলন করে দীর্ঘ দিন ধরে রফতানি করে আসছিল বলে জানা গেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন