শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্স টিভি’র লোগো সম্বলিত গাড়ীতে ৫ হাজার ইয়াবা, ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ৪:৩০ এএম

কক্সবাজার-টেকনাফ সড়কে কক্স টিভি’র লোগো সম্বলিত গাড়ীতে ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি।

রোববার (২ নভেম্বর) রাতে মরিচ্যা যৌথ চেকপোষ্টে কক্সবাজারগামী একটি ল্যান্ড ক্রুজার গাড়ীতে তল্লাশীকালে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি কক্সবাজারের পশ্চিম পাহাড়তলী এলাকার আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২৩) বলে জানা গেছে ।

বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে একটি প্রাইভেট ল্যান্ড ক্রুসার গাড়ী ইয়াবা নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের সন্দেহ হলে গাড়ীটি তল্লাশী করেন। গাড়ী নং- চট্টমেট্টো-ল-০১৪।
এ সময় গাড়ীর ভেতরে লুকিয়ে রাখা কাপড়ে মোড়ানো ৫ হাজার ৯৫০পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে ওই গাড়ি থেকে ফয়সাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ কে.এম আজমীরুজ্জামান বলেন, কক্স টিভি লগো সম্বলিত একটি ল্যান্ড ক্রুজার গাড়ীতে করে ইয়াবা পাচারকালে সাংবাদিক পরিচয়দানকারী ফয়সাল নামে এক যুবককে বিজিবি আটক করে রামু থানায় সোপর্দ করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয় বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন