বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় ১ লাখ টাকার অবৈধ জাল ও মাছ ধরার নৌকা জব্দ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ৯:৪৭ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ার চালিতাবুনিয়া স্লুইস গেটে (মিরুখালী বাজারের পূর্ব পাড়ে) সোমবার সন্ধ্যায় উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকার বাঁধা জাল, চরগড়া জাল, কারেন্ট জালসহ মাছ ধরার উপকরণ এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ১ টি নৌকা জব্দ করেছে। জব্দকৃত জাল ও অন্যান্য উপকরণ স্লুইস গেটের পাশে আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং জালের অবকাঠামো স্থানীয় ১ টি ইয়াতিম খানায় জ্বালানি কাঠ হিসেবে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।
জব্দকৃত নৌকাটি নিলামে উঠানোর জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে দেয়া হয়।
উল্লেখ্য স্থানীয় কিছু অসাধু জেলে দীর্ঘ দিন ধরে তাদের সুবিধামত স্লুইস গেটটি ব্যবহার করে অবৈধ জাল দিয়ে মাছ ধরে আসছে। তাদের সুবিধামত স্লুইস গেটের কপাট খোলা ও বন্ধ করায় ফসলের ক্ষেতের পানি নিষ্কাসন এবং ঢুকাতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ৫/৬ গ্রামের কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নিষ্কাসন না হওয়ায় এবছর বাদুরা, মিরুখালী, নাগ্রাভাঙ্গা ও হারজী নলবুনিয়া গ্রামে কয়েক হাজার একর জমির আমন ফসল নষ্ট হয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন