শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শ্রীলঙ্কায় আটকাপড়া শতাধিক তিমি উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০৭ পিএম

গতকাল সোমবার শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের প্যানাডোরা এলাকায় স্থানীয়দের তৎপরতায় আটকাপড়া শতাধিক তিমি উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইলট প্রজাতির তিমির একটি ঝাঁক সমুদ্র উপকুলে এসে আটকে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নৌবাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের কর্মীরা তিমিগুলোকে সাগরে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। মঙ্গলবার বাহিনীটির মুখপাত্র ক্যাপ্টেন ইন্ডিকা ডি সিলভা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
উদ্ধার তৎপরতার মধ্যেই চারটি তিমি মারা গেছে বলে জানিয়েছেন ইন্ডিকা।

উপুল রঞ্জিত নামের এক জেলে জানান, তিনি মাছ ধরার সময় হঠাৎই কালো দাগের মতো কিছু একটা দেখতে পান। “প্রায় ১০০টির মতো (তিমি) তীরে উঠে আসে। কেন এটা হয়েছে বুঝতে পারছি না। এর আগে কখনোই এমন হয়নি। প্রথমবার এমনটা দেখেছি,” বলেন তিনি।
তিমির অগভীর পানিতে আটকে পড়ার বিষয়টি বিজ্ঞানীদের কাছে এখনও রহস্যের।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া উপকূলে অগভীর পানিতে কয়েকশ তিমির মৃত্যু হয়েছিল। অস্ট্রেলিয়ায় একসঙ্গে এত তিমি আটকে পড়ার সবচেয়ে বড় ঘটনা ছিল সেটি। সূত্র : রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন