বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফ্রান্সে মহানবী (সাঃ) ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে আহলেহাদীছ আন্দোলনের মানববন্ধন ও সমাবেশ

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ২:০৫ পিএম

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী ও শেষনবী মুহাম্মদ (সাঃ) এ ব্যঙ্গ চিত্র প্রদর্শনীর নিন্দা ও প্রতিবাদে দিনাজপুর প্রেস ক্লাব চত্বরে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ দিনাজপুর পশ্চিম সাংগঠনিক জেলার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সংগঠনের সভাপতি মফিজউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় ফ্রান্সকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে। তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলেন বিশ্বেও অন্যতম মুসলিম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরকারকে ন্যাক্কারজন্ক এই ঘটনায় ফ্রান্সের প্রতি রাষ্ট্রীয় নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে এবং সে দেশের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের সব পণ্য এদেশে বয়কট ও আমদানী বন্ধের ঘোষনা দিতে হবে।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী রাশিদুল আহমেদ, মোসাদ্দিক বিল্লাহ, আতিকুর রহমান প্রমুখ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন