শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

জুয়েলসহ তিন নেতার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ৯:০০ পিএম

সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী ও উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজের রোগমুক্তি কামনায় আজ সকাল ১১ টায় বিএনপি অফিসের নীচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে স্বেচ্ছাসেবক দল।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদকবিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সভাপতি গোলাম সরোয়ার, যুগ্ম সম্পাদক সাদরেজ জামান।

আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, ড. শরীফুল ইসলাম দুলু , রফিক হাওলাদার, মো. জামির হোসেন, আওলাদ হোসেন উজ্জল, ফরহাদ উদ্দিন শামীম, ফরিদ উদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, আজগর হায়াত লিমন, তকদির হোসেন স্বপন, আশরাফউদ্দিন রুবেল, আহসান হাবিব প্রান্ত, জাকারিয়া আলম মামুন, সাইদ উদ্দিন সুমন, ডি জেট এম হাসান বিন সফিক সোহাগ, সহ সাধারণ সম্পাদক মনুদুল বারী, ফরহাদ উদ্দিন, সফিউদ্দিন সেন্টু, সরদার নুরুজ্জামান, সাইদুর রহমান মামুন, সেকান্দার আলী খান ব্যাপারী, প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, সাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.জাহিদুল কবির, কোষাধ্যক্ষ আবু সাইদ কামরুজ্জামান জাপান, সহ সাংগঠনিক সম্পাদক বাবুল সারেং, মোেকছেদ আলম আবীর, জিল্লুর রহমান খোকন, সালেহ আহাম্মদ কাঞ্চন, সাইফুল সিকদার, জি এম গালিব ইমতিয়াজ নাহিদ, সহ প্রচার সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, সহ দফতর সম্পাদক নাজমুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় নেতা মকবুল হােসেন, এবি এম মুকুল, হাজী আনোয়ার, মোর্শেদ আলম, শাহআলম তপু, মুশফিক লেনিনসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন