শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ২:৪২ পিএম

গফরগাঁও উপজেলার দক্ষিণে ট্রেনের ধাক্কায় প্রার্থনা (৪৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাইথল ইউনিয়নের ছোটবড়াই গ্রামের পিঠাগুড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রার্থনা উপজেলার পাইথল ইউনিয়নের ফুলবাছিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আলম। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গফরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৬ টার দিকে পিঠাগুড়ি ব্রিজ এলাকা পার হওয়ার সময় রেললাইনের পাশ দিয়ে হাঁটতে থাকা গৃহবধূ প্রার্থনাকে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলেই তিনি মার যান। ডায়াবেটিসে আক্রান্ত প্রার্থনা প্রতিদিনের ন্যায় ভোরবেলা হাঁটতে বের হয়েছিলেন। এ সময় এই দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল্লাহ হিরা জানান, ঘটনা শুনেছি তবে রেল কর্তৃপক্ষ এখনও আমাদের কিছু জানায়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন