শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে চাই -পপি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৬ এএম

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পপি। অভিনয় জীবনে চলার পথে নিজের ভালোলাগার মতো অনেক চরিত্রে অভিনয় করেছেন। শুধু রোমান্টিক ঘরানার গল্পের চরিত্রে অভিনয় করেছেন এমনটি নয়। নারীপ্রধান গল্পের চরিত্রে অভিনয় করেও দারুণভাবে প্রশংসিত হয়েছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হলো ‘দড়িয়া পাড়ের দৌলতি’,‘ডাকুরানী’, ‘গার্মেন্টস কন্যা’, ‘বস্তির রানী সুরিয়া’ ইত্যাদি। ‘কারাগার’,‘ মেঘের কোলে রোদ’ এবং ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পপি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অবশেষে তার স্বপ্নের চরিত্রের কথা প্রকাশ করেছেন। পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। শেখ হাসিনাকে নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিলে তাতে তিনি অভিনয় করতে চান। পপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখি আমি। আর কোন চরিত্রে অভিনয়ের স্বপ্ন নেই আমার। আপা’র সংগ্রামী জীবনই মূলত আমাকে মুগ্ধ করে বারবার। একজন সফল রাজনীতিবিদ, নারী, প্রধানমন্ত্রী, সর্বোপরি তিনি আমাদের দেশের সকল মানুষের অনেক আস্থার, অনেক ভালোবাসার একজন মানুষ। কেন জানি তাকে সবাই অনেক আপন ভাবেন। তিনি অতি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যান হঠাৎ করেই, যা সত্যিকার অর্থেই মুগ্ধ হওয়ার মতো। তিনি আমাদের সবার অভিভাবক। তার হাত ধরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তারই সুযোগ কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অন্যতম সফল প্রধানমন্ত্রী, একজন অনুকরণীয় প্রধানমন্ত্রী তিনি। তার ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবন সম্পর্কে বিষদ জানার সুযোগ হয়েছে আমার। তার প্রতি গভীর শ্রদ্ধা রেখেই তারই চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখি আমি। জানিনা আমার এই স্বপ্ন পূরণ হবে কী না।’ পপি জানান, বেশকিছুদিন আগে এটিএম শামসুজ্জামান’সহ তারসঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হয়। তখন পপি জানতে পারেন প্রধানমন্ত্রী তার অভিনীত ‘রানী কুঠির বাকী ইতিহাস’ সিনেমাটি দেখেছেন দেশের বাইরে যাবার পথে বিমানে। তখন পপি’র অভিনয়েরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আসলাম খোন্দকার সিরাজগ। ১২ নভেম্বর, ২০২০, ৭:৫৫ পিএম says : 0
পপির মনের আশা পূরণ হউক।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন