শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আসলেন করোনা আক্রান্ত রোগী

আইএসপিআর | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১০:২৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুছকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। মোহাম্মদ ইউনুসের শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার দিবাগত রাতে দিনাজপুরের একটি হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনা হয়। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। 

‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে জরুরি বিমান পরিবহণ এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমানবাহিনী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় ওই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ডাক্তার মো. ইউনুছ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। -আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন