মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সউদী আরবে শ্রমিকদের জন্য আইন শিথিল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৫ এএম

সউদী আরব ঘোষণা করেছে যে প্রবাসী শ্রমিকদের সঙ্গে চুক্তিতে যেসব বিধিনিষেধ রয়েছে, সেগুলোর কিছু কিছু তারা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সউদী আরবে প্রবাসী শ্রমিকরা যে কোনো সময় চাকরি ছাড়তে ও দেশে ফিরতে পারবেন।

সউদী আরবে বিদেশী কর্মীর সঙ্গে এই চুক্তি ‘কাফালা’ নামে পরিচিত। এটা দেশটির শ্রমবাজারে বহুল আলোচিত বিষয়। এসব চুক্তির বলে প্রায় এক কোটি বিদেশী শ্রমিকের জীবনের নানা সিদ্ধান্তের নিয়ন্ত্রণ ছিল নিয়োগদাতাদের হাতে। যেসব সংস্কার আনা হচ্ছে, তাতে করে বেসরকারীখাতে কর্মরত বিদেশী কর্মীরা তাদের চাকরি পরিবর্তন এবং নিয়োগদাতার অনুমতি ছাড়াই সউদী আরব ত্যাগ করার স্বাধীনতা পাবেন। সউদী সরকার বলছে, এই নতুন নিয়মের মাধ্যমে তারা কাজের পরিবেশের উন্নয়ন এবং দক্ষতা বাড়াতে চায়। চলমান ‘কাফালা’ নিয়ে অভিযোগ আছে মানবাধিকার সংস্থাগুলোর। তাদের মতে, বর্তমানে চালু কাফালা পদ্ধতি ‘শ্রমিকদের নির্যাতন ও শোষণের সুযোগ করে দেয়’। একজন মানবাধিকার কর্মী বলেন, যে সংস্কার আনা হচ্ছে তা তাৎপর্যপূর্ণ। তবে তিনি সতর্ক করে দেন যে কাফালা পদ্ধতির কিছুটা রয়ে যাচ্ছে এবং এটি পুরোপুরি বিলুপ্ত করা উচিত। সউদী আরবের জনশক্তি মন্ত্রণালয় বলছে, শ্রম সংস্কারের এই উদ্যোগ বুধবারে ঘোষণা করা হয়েছে, যা বেসরকারীখাতের বিদেশী সব শ্রমিকের জন্য প্রযোজ্য হবে এবং এটি কার্যকর হবে আগামী মার্চ মাস থেকে। এর ফলে কোন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই শ্রমিকরা চাকরি পরিবর্তন করতে বা সউদী আরব ত্যাগ করতে পারবেন। এছাড়া, এসব শ্রমিক নিয়োগকারীর অনুমতি ছাড়াই সউদী আরবের বাইরে ভ্রমণ করতে পারবেন। বিদেশী শ্রমিকরা সরকারী সেবার জন্য সরাসরি আবেদন করতে পারবেন, আর তাদের চুক্তি ডিজিটাল পদ্ধতিতে লিপিবদ্ধ থাকবে।

সউদী আরবের জনশক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আবুথুনাইন রিয়াদে সাংবাদিকদের বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি আকর্ষণীয় শ্রমবাজার গড়ে তুলতে চাই, আর চাই কাজের পরিবেশকে উন্নত করতে।’ তেল-নির্ভর এই দেশটির অর্থনীতি আরও বহুমুখীকরণ করতে যে ভিশন-২০৩০ নেয়া হয়েছে, তার লক্ষ্য অর্জনে এই সংস্কার কার্যক্রম সহায়তা করবে বলে তিনি মনে করেন। হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক রোথনা বেগম বিবিসিকে বলেন, ‘এই ঘোষণা তাৎপর্যপূর্ণ এবং এটা প্রবাসী শ্রমিকদের পরিস্থিতি উন্নয়নে সাহায্য করতে পারে। তবে এর মাধ্যমে কাফালা পদ্ধতির পুরো বিলুপ্তি ঘটেনি।’ তিনি জানান যে, সউদী আরবে ঢুকতে একজন শ্রমিককে এখনও একজন নিয়োগকারীর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে, এবং নিয়োগকারীরা শ্রমিকদের আবাসন অনুমতি নবায়ন বা যে কোন সময় তা বাতিলের ক্ষমতা রাখবেন। তিনি বলেন, ‘এর মানে হচ্ছে শ্রমিকরা এখনও নির্যাতন ও শোষণের শিকার হতে পারেন, কারণ নিয়োগকর্তাদের এই ক্ষমতা থাকবে। এছাড়া, কাফালায় এই সংস্কার বাসাবাড়িতে কাজ করা বিদেশী শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে মনে হচ্ছে - এরা হচ্ছে দেশটিতে যারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়, তাদের মধ্যে অন্যতম।’

হিউম্যান রাইটস ওয়াচের একটি গবেষণায় উঠে এসেছে যে সউদী আরবে বহু লোক তাদের গৃহকর্মীকে কোনো ছুটি না দিয়ে দিনের পর দিন কাজ করিয়েছে, বেতন দেয়নি, অথবা তাদের ঘরেই আটকে রাখে। তিনি বলেন, ‘অনেক গৃহকর্মী আবার শারীরিক ও যৌন নির্যাতনের শিকারও হয়েছেন। এছাড়া, সউদী আরবে কয়েক লক্ষ কর্মী আছে যাদের কাগজপত্র নেই, এবং কর্তৃপক্ষ বলেনি যে তাদের ক্ষেত্রে ঠিক কী হবে। তাদেন নিয়মিত করা হবে কি-না, কিংবা তারা নতুন নিয়োগকর্তা খুঁজে পাবে কি-না।’ সূত্র : বিবিসি।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
তৌহিদুল ইসলাম মজুমদার ৬ নভেম্বর, ২০২০, ১:৩৫ এএম says : 0
সৌদিতে বাংলাদেশী লোকের অনেক চাহিদা, সরকারের উচিত কুটনৈতিক ভাবে এখনই আলোচনা করা বাংলাদেশী শ্রমীকের বেতন নূনতম ২০০০ রিয়াল বাধ্যতামূলক। রাস্তা পরিস্কারে শ্রমিকদের বেতন খুবই কম দিতেছে।
Total Reply(0)
MD Ashraful ৬ নভেম্বর, ২০২০, ৪:২৬ এএম says : 0
এটা করে আমাদের মতো প্রবাসী দের উপকার হইছে বলে মনে করি
Total Reply(0)
Moh'd Sanaullah Azad ৬ নভেম্বর, ২০২০, ৪:২৮ এএম says : 0
কাফালা পদ্ধ‌তি ও‌ঠে গে‌লেও বি‌দেশী/প্রবাসী‌দের তেমন উপকার হ‌বে ব‌লে ম‌নে হয়না।কাফালা পদ্ধ‌তি‌তে আগে অনেক কোম্পা‌নি তার কর্মচারীর মে‌ডি‌কেল খরচ,বাসা খরচ(অ‌নেক ক্ষে‌ত্রে খাবারও),আকামা খরচ ও ছু‌টির টি‌কেট খরচ প্রোভাইড/বহন করত, কিন্তুু এখন এগু‌লোর অনেক‌কিছু নি‌জে‌কেই খরচ কর‌তে হ‌বে।কাফালা পদ্ধ‌তি ও‌ঠে গে‌লে সুবিধা হ‌বে এ কথা শুন‌তে ভাল হ‌লেও বাস্তবতা কিন্তুু এত সহজ নয়।
Total Reply(0)
Moh'd Sanaullah Azad ৬ নভেম্বর, ২০২০, ৪:২৮ এএম says : 0
কাফালা পদ্ধ‌তি ও‌ঠে গে‌লেও বি‌দেশী/প্রবাসী‌দের তেমন উপকার হ‌বে ব‌লে ম‌নে হয়না।কাফালা পদ্ধ‌তি‌তে আগে অনেক কোম্পা‌নি তার কর্মচারীর মে‌ডি‌কেল খরচ,বাসা খরচ(অ‌নেক ক্ষে‌ত্রে খাবারও),আকামা খরচ ও ছু‌টির টি‌কেট খরচ প্রোভাইড/বহন করত, কিন্তুু এখন এগু‌লোর অনেক‌কিছু নি‌জে‌কেই খরচ কর‌তে হ‌বে।কাফালা পদ্ধ‌তি ও‌ঠে গে‌লে সুবিধা হ‌বে এ কথা শুন‌তে ভাল হ‌লেও বাস্তবতা কিন্তুু এত সহজ নয়।
Total Reply(0)
Moh'd Sanaullah Azad ৬ নভেম্বর, ২০২০, ৪:২৮ এএম says : 0
কাফালা পদ্ধ‌তি ও‌ঠে গে‌লেও বি‌দেশী/প্রবাসী‌দের তেমন উপকার হ‌বে ব‌লে ম‌নে হয়না।কাফালা পদ্ধ‌তি‌তে আগে অনেক কোম্পা‌নি তার কর্মচারীর মে‌ডি‌কেল খরচ,বাসা খরচ(অ‌নেক ক্ষে‌ত্রে খাবারও),আকামা খরচ ও ছু‌টির টি‌কেট খরচ প্রোভাইড/বহন করত, কিন্তুু এখন এগু‌লোর অনেক‌কিছু নি‌জে‌কেই খরচ কর‌তে হ‌বে।কাফালা পদ্ধ‌তি ও‌ঠে গে‌লে সুবিধা হ‌বে এ কথা শুন‌তে ভাল হ‌লেও বাস্তবতা কিন্তুু এত সহজ নয়।
Total Reply(0)
মেঘ বালিকা ৬ নভেম্বর, ২০২০, ৪:২৮ এএম says : 0
প্রিয়া প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে থাকে আল্লাহ পাক ওনাদের সহায় হোন
Total Reply(0)
Didarul Alam ৬ নভেম্বর, ২০২০, ৪:২৯ এএম says : 0
ওমন সরকার যদি এই রকম আমাদের সুযোগ করে দিত আমরা এইখানে যারা আছি অনেক উপকারী হতাম
Total Reply(0)
Didarul Alam ৬ নভেম্বর, ২০২০, ৪:২৯ এএম says : 0
ওমন সরকার যদি এই রকম আমাদের সুযোগ করে দিত আমরা এইখানে যারা আছি অনেক উপকারী হতাম
Total Reply(0)
Mohammad Riaz ৬ নভেম্বর, ২০২০, ৪:৩০ এএম says : 0
কফিলকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা দিয়েও আকামা না বানানোর চিন্তাটা অন্ততপক্ষে আর থাকবে না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন