মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় প্রতিবাদ সমাবেশে ফ্রান্স দূতাবাস বন্ধের দাবি....

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ৩:৪৩ পিএম

মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথার এক বিশাল প্রতিবাদ সমাবেশে অবিলম্বে বাংলাদেশের ফ্রান্স দূতাবাস বন্ধের দাবি জানানো হয়েছে।

বগুড়ার ঠনঠনিয়া দরবার শরীফ ও কয়েকটি ইসলামী সংগঠনের আয়োজিত এই প্রতিবাদ সমাবেশের বক্তারা বলেন, বিশ্ব মুসলিম সবকিছু মানতে পারলেও কিছুতেই রাসুলুল্লাহ সাঃ এর অবমাননা বরদাস্ত করতে পারেনা।
তারা তাই অবিলম্বে মুসলমানদের সেন্টিমেন্ট বুঝে দ্রুততম সময়ে ফ্রান্স দূতাবাস বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
এছাড়াও সবাইকে ফ্রান্স থেকে আমদানি পন্য বর্জনেরও ডাক দেওয়া হয় সমাবেশ থেকে।

সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আসগর আলী, হেফাজত নেতা আব্দুল ওয়াহেদ, জামিয়াতুল মোদারেসিন সভাপতি মাওলানা আব্দুল হাই বারী, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, মহসিন আলী রাজু, মাওলানা শামসুল হক,মাওলানা ফজলে রাব্বি তোহা ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম প্রমুখ।
সমাবেশের আগে বগুড়ার বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করে এসে সমাবেশে যোগদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন