শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘মহানবীর (সা.) শানে বেয়াদবি করা হলে কাউকে ছাড় নয়’

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

 হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফী মাগফেরাত, করোনাভাইরাসসহ সকল বালা-মুসিবত থেকে মুক্তি কামনায় গত বৃহস্পতিবার রাতে নরসিংদীতে বিশাল দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। 

জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম বৌয়াকুর মাদরাসার উদ্যোগে আয়োজিত এ দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদরের সংসদ সদস্য লে কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু। বিশেষ অতিথি ছিলেন বৌয়াকুড় জামে মসজিদের সভাপতি রুস্তম আলী প্রধান। বক্তৃতা করেন মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা ফয়জুল্লাহ সন্দিপী। মাওলানা মামুনুল হক বলেন, যে রাসূল মোহাম্মদকে (সা.) মহান আল্লাহ স্বয়ং সম্মানিত করেছেন। যাকে সমস্ত সৃষ্টি জগত তথা সৃষ্টিকুলের রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন, যার উপর দরুদ পাঠ করলে আল্লাহর রহমত বর্ষিত হয়, সেই মহানবীর (সা.) অপমান মুসলমানরা কোনক্রমেই সহ্য করবে না। মহানবীকে (সা.) অপমান করলে সারা বিশ্বে আগুন জ্বলতেই থাকবে। আলেম-ওলামাদেরকে দুর্বল মনে করার কোন কারণ নেই। যত বড় শক্তি বা পরাশক্তি হোক আলেম-ওলামা তথা মুসলমানদের শক্তির কাছে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন