পটুয়াখালীর গলাচিপায় বিড়াল প্রজাতির একটি মেছোবাঘ ফাঁদে আটকা পড়েছে। গত শুক্রবার ভোর রাতে পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের চল্লিশ ব্যারাকের অশ্রয়ণ প্রকল্পের জাহাঙ্গীর তালুকদারের বাসার সামনে তার পাতা ফাঁদে মেছো বাঘটি আটকা পড়ে। শুক্রবার সকালে খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বনবিভাগের কর্মীরা মেছো বাঘটি উপজেলা গোলখালীর চর বাগানে অবমুক্ত করা করেছেন। জাহাঙ্গীর হোসেন তালুকদার জানান, গত কয়েক মাস ধরে তাদের এলাকার হাঁস-মুরগী রাতের আধারে ধরে খেয়ে ফেলে। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গত বৃস্পতিবার রাতে হাঁস দিয়ে একটি ফাঁদ পাতে। গলাচিপা বনবিভাগের সদর বিট কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, লেজসহ বিড়াল প্রজাতির এ মেছোবাঘটি তিন ফুট লম্বা এবং ওজন ছয় কেজি। পুলিশের সহযোগিতায় বিড়াল প্রজাতির মেছোবাঘটিকে গোলখালী নদীর চরবাগানের বনে অবমুক্ত করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন