রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

আমিরাতে ‘আইকন ডিজাইন সিল্ক প্রিন্টিং’ উদ্বোধন

তিন প্রবাসী বাংলাদেশির উদ্যোগ

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা করোনাকালীন সময়েও ভয়কে জয় করে একের পর এক নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের সুনাম বৃদ্ধি করছেন ব্যাপকভাবে। করোনার সংক্রমণ প্রতিরোধে ব্যবসাবান্ধব আমিরাত সরকারের নিরলস প্রচেষ্টা, অত্যাধুনিক চিকিৎসাসেবা আর সঠিক কর্মপদ্ধতি বাস্তবায়নের সফলতায় ব্যবসায়ীরা নির্দ্বিধায় গড়ে তুলছেন তাদের পছন্দসই নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান। গত শুক্রবার সন্ধ্যায় আমিরাতের গ্রিনসিটি আল-আইনের শিল্পনগরী সানাইয়াতে তিন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর যৌথ উদ্যোগে খতমে কোরআনের মধ্য দিয়ে ‘আইকন ডিজাইন সিল্ক প্রিন্টিং’-এর শুভ উদ্বোধন করা হয়।
এতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় স্পন্সর আহমেদ ওবায়েদ সালেম জুমা আলকাবি। বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ বখিত সুয়েইদান বখিত আল নুয়াইমী, ফরহাদ জুমা আল হাবাবী, ক্বারী আজহারুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, ডাঃ নূরুল আমিন, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম রাজু, এম এ খায়ের নিজামী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কর্ণধার তিন উদ্যোক্তা ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন, মোহাম্মদ মিজান ও এম আলীনূর রহমান খান এবং অন্য অতিথিবৃন্দ। উদ্যোক্তারা বলেন, সৃজনশীল, আধুনিক ডিজাইন ও প্রিন্টিং-এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাবে এ প্রতিষ্ঠানটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন