শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইহকাল ও পরকালের কল্যাণে দ্বীনি শিক্ষার বিকল্প নেই

বিশ্বনাথে আল্লামা নুর হোসাইন কাসেমী

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব, ঢাকা মহানগর হেফাজতের আমির ও বেফাকুল মাদারিসিলের কো-চেয়ারম্যান, আল্লামা নুর হোসাইন কাসেমী বলেছেন, বাংলাদেশে প্রথাগত বা পুথিগত শিক্ষা দিয়ে ইহকাল ও পরকালের কল্যাণ করা যাবে না। একমাত্র দ্বীনি শিক্ষাই মানুষের নীতি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় দূর করতে পারে। তাই দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই। বাংলাদেশের বাস্তবতার নিরিখে ইসলামি শিক্ষাকে সরকারিভাবে বাধ্যতামূলক করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। আল্লামা কাসেমী বলেন, সমাজে যেভাবে নারী ও শিশুদের ওপর অত্যাচার নির্যাতন বেড়েছে তা একমাত্র দ্বীনি শিক্ষার অভাবের কারণে। এদেশে ইসলাম কায়েম করতে হলে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর পথ অনুস্বরণ করতে হবে। শুধু নিজে নয়, অপরের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

তিনি গতকাল শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার ৭তলা বিশিষ্ট শিক্ষাভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার শায়খুল হাদিছ আল্লামা উবায়দুল্লাহ ফারুক, জমেয়া হোসাইনিয়া আরজবাদ ঢাকা মিরপুরের মোহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, হাফিজ মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জি। সভাপতিত্ব করনে, আযাদ দ্বীনি এদরায়ে তালিম বাংলাদেশ (কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের) সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন