শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ম্যাজিস্ট্রেটসহ তিন জনের সাক্ষ্যগ্রহণ

ব্লগার অভিজিৎ হত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় দুই ম্যাজিস্ট্রেটসহ তিন জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সাক্ষীরা হলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব ও সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এবং পুলিশ কর্মকর্তা পলাশ চন্দ্র হাওলাদার।

গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার রুহুল জানান, ২০১৯ সালের ২৮ অক্টোবর অভিজিৎ এর বাবা অধ্যাপক অজয় রায়ের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ নিয়ে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
এ মামলার আসামিরা হলেন- মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।
২০১৯ সালের ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। ২০১৯ সালের ১১ এপ্রিল একই আদালতের বিচারক মো. মজিবুর রহমান অভিযোগপত্র গ্রহণ করেন। উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বই মেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন