বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহাসড়কে দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মহাসড়কে দুধ ঢেলে লোকসানের প্রতিবাদ এবং দাম বাড়ানোর দাবি জানালেন খামারিরা। গতকাল রোববার কর্ণফুলী সেতুর দক্ষিণ প্রান্তে মইজ্জ্যারটেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুধ ঢেলে এ দাবি জানান তারা। খামারিরা বলেন, মিষ্টি কারখানাগুলো সাত বছর আগের দামে দুধ কিনছেন। কিন্তু সাত বছরে পশুখাদ্যের মূল্য, শ্রমিক-কর্মচারীদের বেতনসহ খামার পরিচালনায় ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে দক্ষিণ চট্টগ্রামের চার হাজার খামারিকে লোকসান গুণতে হচ্ছে। 

ব্যতিক্রমী এ প্রতিবাদ কর্মসূচিতে চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন হায়দার, সহ-সভাপতি মো. হারুন, কার্যকরী সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক ডা. মো. ফোরকান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রোকন, খামারি মোহাম্মদ নুরসহ পটিয়া ও কর্ণফুলী উপজেলার শতাধিক খামারি উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন